আমার নেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য ভোটে দাঁড়িয়েছি: মেজর আখতারুজ্জামান

মনোনয়ন ফিরে পেয়ে মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান বলেছেন, আজকে শোকের দিনে আমি বিজয় পেয়েছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া এবং এলাকাবাসী কটিয়াদি ও পাকুন্দিয়ার জনগণের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি আমার নেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য ভোটে দাঁড়িয়েছি।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ভোটে বিজয়ী হয়ে খালেদা জিয়াকে মুক্ত করবো। কমিশন ভোট সুষ্ঠু করে কিনা সেটা দেখতে ভোটে আসছি। প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছেন ভোট সুষ্ঠু করবেন। আমি বিশ্বাস রাখতে চাই।
প্রার্থিতা বাতিল ও বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনের আবেদনের শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে অংশ নিতে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল এ শুনানি চলবে দিনব্যাপী।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। আপিল শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত আছেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান। বিএনপি ও তারেক রহমানের সমালোচনা করায় দল থেকে বহিষ্কার হন তিনি।