১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্ত

ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্ত

শিক্ষকদের টানা ১০ দিন আন্দোলনের মুখে দেশের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পর্যায়ক্রমে এসব মাদরাসা জাতীয়করণ করা হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে এ কথা জানান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক।

এর আগে দুপুরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের বিষয়ে সভায় বসেন শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

এস এম মাসুদুল হক বলেন, আন্দোলনকারী শিক্ষকদের ছয় দফা দাবি মেনে নিয়েছে মন্ত্রণালয়। এছাড়া শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে।

এর আগে গতকাল সোমবার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন আন্দোলনরত শিক্ষকরা। রাতেও রাস্তায় অবস্থান নেন তারা। মঙ্গলবার সকাল থেকে আবারও শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।

blank

নিজস্ব প্রতিবেদক

https://dakgharnews.com

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *