২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে ‘পরিচ্ছন্নতা কর্মী নিবাস’ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে ‘পরিচ্ছন্নতা কর্মী নিবাস’ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাট এলজিইডি কর্তৃক নির্মিতব্য “পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ প্রকল্প (PCRBCP)” এর আওতায় জয়পুরহাট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৭ তলা বিশিষ্ট এবং ৪৮ টি ফ্ল্যাট সম্পন্ন আধুনিক সুযোগসুবিধা বিশিষ্ট সুদৃশ্য ও নান্দনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জয়পুরহাট জেলা প্রশাসক  আফরোজা আকতার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক  মহিউদ্দিন জাহাঙ্গীর, জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোঃ রেজা, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ, সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, সহকারী প্রকৌশলী তানজিম আহমেদ, সদর উপজেলা সহকারী প্রকৌশলী দৌলতুজ্জামান, পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাশরেকুল আলম, ঠিকাদার আনিছুর রহমান লিটন প্রমুখ।

ভবনটিতে যা যা থাকছে ২ টি আধুনিক লিফট, ২ টি সিঁড়ি, ২০০ জন মানুষের ব্যবহার উপযোগী সেপটিক ট্যাংক ও সোকওয়েল। প্রায় ৩৮.৬৫ শতাংশ ফ্লোর এরিয়াতে আরো থাকবে ২ টি মাল্টিপারপাস খোলা জায়গা, ১টি কমিউনিটি হল, বাচ্চাদের খেলার জায়গা, সাবষ্টেশন, জেনারেটর রুম এবং ২৬৫ মিটার সংযোগ সড়ক। ভবনটি জয়পুরহাট – ঢাকা হাইওয়ের ট্রাক টার্মিনালের নিকটবর্তী ফাঁকা ও নিরিবিলি পরিবেশে অবস্থিত।

ভবনটির প্রতিটি ফ্ল্যাট হবে আনুমানিক ৪৬০ বর্গ ফুটের। সেগুলোতে থাকবে ১ টি মাস্টার বেড, লিভিং স্পেস, ডাইনিং স্পেস, বাথরুম, পেন্ট্রি রুম, কিচেন রুম, বারান্দা ও ১ টি করে অগ্নি নির্বাপক যন্ত্র। একটি পরিবারের জন্য যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে এলজিইডির (PCRBCP) প্রকল্পের নিজস্ব ডিজাইন ও জয়পুরহাট এলজিইডির সার্বিক তত্ত্বাবধানে এটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১৪,৫৪,৩৮,০০০/- টাকা। পরবর্তীতে ওপেন টেন্ডার প্রক্রিয়ায় কাজটি পায় মেসার্স বসুন্ধরা হাউস বিল্ডার্স-মেসার্স লিটন ট্রেডার্স জেভি, জয়পুরহাট। প্রকল্পের  চুক্তিমূল্য ১৩,০৮,৯৪,২০০/- টাকা। কাজটি ৮ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখে শুরু হয়ে ২৫ অক্টোবর ২০২৬ সালে শেষ হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে জয়পুরহাট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসনের চাহিদা পূরন হবে। তারা পরিবার ছেলেমেয়ে নিয়ে আধুনিক নাগরিক সকল সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে লাভ করবেন।

blank

নিজস্ব প্রতিবেদক

https://dakgharnews.com

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *