২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

তিন জিম্মির নাম প্রকাশ, গাজায় যুদ্ধবিরতি শুরু

তিন জিম্মির নাম প্রকাশ, গাজায় যুদ্ধবিরতি শুরু

গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। মুক্তি দেওয়া হবে এমন তিন ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করেছে হামাস। তারা সবাই নারী। এরপরেই গাজায় যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে কাতার। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) কাতারের মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। হামাস তিন জিম্মির নাম প্রকাশের পরেই যুদ্ধবিরতি শুরু হয়।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেন, আমরা নিশ্চিত করছি যে, আজ মুক্তি পাওয়া তিন জিম্মির নাম ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা তিনজন ইসরায়েলি নাগরিক। এদের মধ্যে একজনের রোমানিয়ার এবং অন্যজনের ব্রিটিশ নাগরিকত্বও রয়েছে। গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা) এই চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুর্হূর্তে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয় যে, তিনি ইসরায়েলি বাহিনীকে নির্দেশনা দিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার জন্য হামাসের কাছ থেকে জিম্মিদের তালিকা পাওয়া আবশ্যক।

এরপরেই হামাসের এক কর্মকর্তা জানান, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অধীনে জিম্মিদের একটি তালিকা যেকোনো মুহুর্তে হস্তান্তর করা হবে। তবে গাজায় জটিলতা এবং ইসরায়েলি বোমা হামলার কারণেই যুদ্ধবিরতি কার্যকরে বিলম্ব হচ্ছে।

সে সময় যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেওয়া কাতারের এক কর্মকর্তা নিশ্চিত করেন যে, জিম্মিদের মধ্যে যাদের মুক্তি দেওয়া হবে তাদের নামের তালিকা প্রকাশ করা হবে।

blank

নিজস্ব প্রতিবেদক

https://dakgharnews.com

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *