১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ানো হলো ডলার বন্ডের সুদহার

বাড়ানো হলো ডলার বন্ডের সুদহার

দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে ডলার-ভিত্তিক দেশের দুই ধরনের বন্ড – ইউএস ডলার প্রিমিয়াম ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের সুদহার সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়।

রোববার (১৪ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে প্রবাসী ও বাংলাদেশী বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের বিনিয়োগ আকৃষ্ট করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ব্যাংকার ও অর্থনীতিবিদরা।

ইউ.এস ডলার প্রিমিয়াম বন্ডে তিনটি ভিন্ন ভিন্ন মেয়াদে ১ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগে সুদহার সর্বোচ্চ ২ শতাংশ বেড়েছে। অন্যদিকে, ইউ. এস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে সুদহার সর্বোচ্চ ১.৫ শতাংশ বাড়ানো হয়েছে।

প্রিমিয়াম বন্ডে এক বছর মেয়াদি বিনিয়োগের সুদহার বাড়িয়ে করা হয়েছে ৬.৫০ শতাংশ, দুই বছর মেয়াদে ৭ শতাংশ এবং তিন বছরের মেয়াদের জন্য ৭.৫০ শতাংশ করা হয়েছে।

ইনভেস্টমেন্ট বন্ডে এক বছরের সুদহার বেড়ে দাঁড়িয়েছে ৫.৫০ শতাংশ, দুই বছর মেয়াদে ৬ শতাংশ, এবং তিন বছর মেয়াদি সুদহার করা হয়েছে ৬.৫০ শতাংশ।

দেশের যেকোনো ব্যাংকের অনুমোদিত ডিলার শাখাসমূহ অথবা বিদেশে অবস্থিত বাংলাদেশি ব্যাংকের শাখা, এক্সচেঞ্জ হাউজ থেকে এসব বন্ড কেনা যাবে।

blank

জ্যেষ্ঠ প্রতিবেদক

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *