১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মাত্র একটি সূত্রই সম্পর্ককে স্থায়ী করতে পারে

মাত্র একটি সূত্রই সম্পর্ককে স্থায়ী করতে পারে

কারো সাথে সম্পর্কে জড়িয়ে সারাজীবন থাকতে চাইলে মাথা নিচু করে চলুন প্রিয় মানুষটির সাথে। যখনই মাথা উচু করেছেন তো আলাদা হয়ে যাবেন এটা নিশ্চিত। সবসময় মাথা নিচু করে চলা মানে ছোট হওয়া না, এটা ভালবেসে ভালো থাকার মৌলিক নীতি। যা মেনে চললে জীবন হবে শান্তিময় ও সুখের।

আত্মবিলাসিতা বাদ দিন জীবনসঙ্গীর সাথে শেষ দিন অবধি বাঁচুন এই একটি নিয়ম মেনে। ভালবাসাই আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। শুধু আপনার দরকার মনোবল এবং শক্ত করে প্রিয় মানুষটির হাত ধরে রাখা।

মানুষ না চাইলেও যান্ত্রিকতা মানুষকে অনেক কঠিন করে তুলে। বিশ্বাস, সম্মান, ভালবাসা এগুলো আপেক্ষিক; সব সময় সমানভাবে ফুটে নাও উঠতে পারে। তবে অন্যমূখী না হয়ে বাস্তবমূখী হয়ে উঠুন।

বহুগামিতা জীবনে কোনো সুখের স্থায়ী জায়গা হতে পারেনা। বহুগামিতায় শুধু কয়েকদিনের যৌন সুখই পাওয়া যায়। শরীরী ভাষা অবশ্যই সে বুঝবে না কয়েক মিনিটের সুখে হাত বুলানো মগ্নতার লোভ ছাড়া।

তাই সম্পর্কে দরকার ধৈর্য্য ধারন ও সঙ্গীর ভালো মন্দ দুই মেনে নেয়া উচিত হাসিমুখে। আলোচনা হতে পারে গঠনমূলক এবং যৌক্তিক, কিন্তু পন্ডিতি করে বা সমালোচনা করে নয়। কারণ সমালোচনা হয় জ্ঞানী আর অজ্ঞানীতে। আর আলোচনা হয় জ্ঞানী আর জ্ঞানীতে একশভাগ।

তাই ভালো থাকার জন্য সহজশিশু হয়ে যান, খেলে যান হাসিমুখে জীবনে অলিগলির পথ। মনে রাখবেন আজকের বিরক্তিকর সঙ্গীটি বৃদ্ধ বয়সে শুধু আপনাকেই ভালোবাসবে নিঃস্বার্থভাবে।

যখন আদরের ছেলেমেয়ে-বন্ধুবান্ধব ব্যস্ত থাকবে অন্যঘাটের ভরাদীঘির জল খেতে। তখন এই কর্কশ মানুষটি আপনার শুকনো পুকুরেই পা ভিজাবে। আপনার নিত্যদিনের প্রিয় মানুষ হয়ে যাবে।

যৌবন আপেক্ষিক এটা চিরন্তন নয়। এক সময় চামড়া কুচকে যাবে, কালো চুল সাদা হবে কিন্তু প্রিয়জন রয়ে যাবে অক্ষত, সুন্দর। ভালোবাসায় চিরসবুজ হয়ে উঠুক আপনার শিরা উপশিরা বেয়ে এক বটবৃক্ষের ছায়া।

তাসলিমা আক্তার মুক্তি

(ঔপন্যাসিক ও লেখক, সুইডেন প্রবাসী)

 

blank

জ্যেষ্ঠ প্রতিবেদক

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *