১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে: প্রেস সচিব

রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে: প্রেস সচিব

আওয়ামী লীগের কেউ অনুতপ্ত হয়ে পরিচ্ছন্ন বা ক্লিন নেতৃত্ব নিয়ে রাজনীতিতে ফেরার কথা বলেনি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে এবং ক্লিন নেতৃত্ব নিয়ে আসতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

শফিউল আলম বলেন, আওয়ামী লীগের যারা ক্লিন আছেন, যারা হত্যাকাণ্ডে জড়িত নন, তারা কি অনুতপ্ত হয়েছেন, তারা কি বলেছেন- আমরা অনুতপ্ত। তারা কি বলেছেন- আমাদের পার্টি এ কাজটা করেছে এজন্য আমরা অনুতপ্ত ফিল করছি, আমরা ক্ষমা চাই।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিসহ ফেব্রুয়ারি মাসে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। যার মধ্যে বিক্ষোভ সমাবেশ, অবরোধ ও হরতালের মতো কর্মসূচি রয়েছে।

আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে সরকার কী ভাবছে, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান খুব স্পষ্ট। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কিন্তু তাদের কোনো অনুশোচনা নেই। আমাদের স্পষ্ট অবস্থান, তাদের আগে বিচারের মুখোমুখি হতে হবে।

সারাদেশে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী রয়েছেন, যারা জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। অনেকে ক্লিন ইমেজ রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্য মন্ত্রীবর্গ যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের জন্য কেন অন্যরা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবেন না- এসব বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে শফিউল আলম বলেন, ক্ষমা না চাওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।

আওয়ামী লীগ তো কারও একক সম্পদ না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের কেউ অনুতপ্ত হয়ে শেখ হাসিনার নেতৃত্বকে মানি না, ক্লিন নেতৃত্ব চাই এমন কথা বলেননি। আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজে রয়েছেন তারাও এখন পর্যন্ত ক্ষমা চাননি। বরং তাদের অনেকে মিথ্যা কথা বলছেন।

‘আওয়ামী লীগ ৭১ জন শিশুকে হত্যা করেছে। হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে’- যোগ করেন শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, যতদিন হত্যাকারীদের বিচারের আওতায় আনা হয়, যতদিন ভালোভাবে ক্ষমা না চাইবে এবং যতদিন দলে ক্লিন লিডারশিপ না আসবে ততদিন তাদের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।

blank

নিজস্ব প্রতিবেদক

https://dakgharnews.com

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *