১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিতে মিরপুরে মানববন্ধন

সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিতে মিরপুরে মানববন্ধন

গত অক্টোবরে সাকিব আল হাসান দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলতে চেয়েছিলেন। তবে সাকিববিরোধীদের আন্দোলনের মুখে তখন আর দেশে ফেরা হয়নি। সেসময় তার ‘ভক্তরা’ মিরপুর স্টেডিয়ামের আশপাশে বিক্ষোভের চেষ্টা করে। পরে সাকিব বিরোধীদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয় তারা।

এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবকে না রাখায় ফের সরব হয়েছেন সাকিব ভক্তরা। তারা সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ করে দিতে মানববন্ধন করেছেন।

‘আমরা সাকিবের পাশে আছি’—এমন ব্যানার নিয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেন একদল সাকিবভক্ত। তাদের দাবি, যেকোনোভাবেই সাকিবকে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে সুযোগ দিতে হবে।

তবে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকার কারণ একটু ভিন্ন। গতবছর তার বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আইসিসির নিয়মানুযায়ী, প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের জন্য কোনো বোর্ড শাস্তি দিলে সেটা আইসিসি স্বীকৃত সব ম্যাচের ক্ষেত্রেও প্রযোজ্য।

সাকিব দুইবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি। যার কারণে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বল করার কোনো সুযোগ নেই।

সে বিষয়টি আমলে নিয়েই যে বিসিবি সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখেনি, সেটা সবারই জানা।

এই বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘সাকিবের বোলিং অ্যাকশন বৈধতা নিয়ে যে সমস্যা, সেটি থেকে তিনি উত্তরণের প্রক্রিয়ায় আছেন। বোলিং পরীক্ষার রেজাল্ট নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন শুধু একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন। ফলে সিলেকশন পজিশনেও সাকিবের অবস্থান ছিল কেবল একজন ব্যাটসম্যান হিসেবে। আমাদের টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে ১৫ জনের দলে রাখতে পারিনি।’

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়ে গেলেও আগামী ১২ ফেব্রুয়ারি দলে পরিবর্তনের সুযোগ রয়েছে।

blank

নিজস্ব প্রতিবেদক

https://dakgharnews.com

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *