সুরের সরস্বতী হয়ে উঠছেন আঁখি আলমগীর

বুধবার সন্ধ্যায় ‘পাখির গান’ শিরোনামে ভিন্নধর্মী একটি গান গেয়ে তুমুল আলোড়ন তুলেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী আঁখি আলমগীর। নতুন এ গানে কণ্ঠ দিয়ে দারুণ প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি।
মানুষের হৃদয়ে জায়গা করে নেয়াটা সহজ কোনো বিষয় নয়। এ কঠিন কাজটি করে শ্রোতা-ভক্তদের হৃদয়ে এরইমধ্যে অনুরণন তুলেছেন এই কণ্ঠশ্রমিক।
‘পাখির গানে’ আঁখির সহশিল্পী বেলাল খান। আঁখি আলমগীরের সঙ্গে গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি এর সুরও করেছেন বেলাল খান। আর সংগীতায়োজন করেছেন সজীব। গানটি লিখেছেন গীতিকার-সুরকার প্লাবন কোরেশী।
আঁখি আশা করছেন, পাখির গানের মেলোডি এবং ফার্স্ট বিটের অসাধারণ ঝংকার শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।
সঙ্গীতাঙ্গনের অগ্রজদের পদাঙ্ক অনুসরণ করে সঙ্গীতকে চিরসঙ্গী করে ক্লান্ত হীন পথ চলছেন গানের পাখি আঁখি আলমগীর। সারাবছর ব্যস্ততায় কাটে দেশ-বিদেশের স্টেজ শো করে।
খুব ভালো শুদ্ধ শিল্পীও অনেক সময় জীবিত অবস্থায় স্বীকৃতি পান না। কিন্তু এক্ষেত্রে আঁখির ভাগ্য সুপ্রসন্ন বলা যায়। তিনি কর্মক্ষেত্রে যথাযথ সম্মান ও স্বীকৃতি পেয়েছেন। মূল্যায়িতও হয়েছেন।
সম্প্রতি তার জনপ্রিয়তা আর শ্রেষ্ঠত্বের ঝুলিতে যোগ হয়েছে আরেকটি প্রাপ্তি ‘সেলফ রিলায়েন্স’ অ্যাওয়ার্ড। এই শিল্পীর হাতে বিশেষ এই পুরস্কারটি তুলে দেন দেশের কিংবদন্তি দুই অভিনয়শিল্পী দিলারা জামান ও শম্পা রেজা।
বাংলাদেশের একমাত্র সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর যিনি গানে, অভিনয়ে দুই ক্যাটাগরিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।
আঁখি আলমগীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও বাংলাদেশের বহু সংগঠন থেকে নানান সময়ে বহুবার পুরস্কৃত হয়েছেন। দেশের বাইরে থেকেও তিনি আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।
কলকাতা থেকে তিনবার এবং দুবাই থেকে একবার তিনি গানের জন্য দেশের সম্মান বয়ে নিয়ে এসেছিলেন পুরস্কারপ্রাপ্তির মধ্য দিয়ে।
এসব অমূল্য অর্জনের মধ্য দিয়ে সমাজ, সংস্কৃতি ও বাংলা গানে অবদান রেখে চলেছেন এই কন্ঠশিল্পী। পাশাপাশি শ্রোতা ভক্তদের ভালোবাসা ও প্রশংসাগুলো অনুপ্রেরণা হয়েও থাকছে তাঁর কাছে।
ব্যক্তি মানুষ হিসেবে আঁখির একটা বড় গুণ, তা হচ্ছে ইতিবাচক দৃষ্টিভঙ্গী। আলোচনা অথবা সমালোচনা উভয়কেই সহজ চোখে দেখার যোগ্যতা রয়েছে তাঁর।
একজন শিল্পীর জীবনে মোটামুটি যা কিছু চাহিদা, বিভিন্ন সম্মাননা, স্বীকৃতি, পুরস্কার আর তুমুল জনপ্রিয়তার মধ্য দিয়ে গুণী শিল্পী আঁখি আলমগীর তাঁর পূর্ণতা পেয়েছেন বলা যায়।
Voice of 71/সীমান্ত বাঁধন চৌধুরী