২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

১৬ ঘণ্টায় ১৪ স্থানে আগুন, ৪ জনের মৃত্যু

১৬ ঘণ্টায় ১৪ স্থানে আগুন, ৪ জনের মৃত্যু

গত ১৬ ঘণ্টায় দেশেজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরসহ ১৪ স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জন ‍নিহত হয়েছেন। শনিবার (৬ জানুয়ারি) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৬ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত (১৬ ঘণ্টায়) সারাদেশে ১৪টি আগুনের সংবাদ পেয়েছে সংস্থাটি। এর মধ্যে ৬টি যানবাহন, ৯টি স্থাপনা (বৌদ্ধ মন্দির ১, শিক্ষাপ্রতিষ্ঠান ৮) পুড়ে গেছে ও ৪ জন নিহত (ট্রেনের আগুন) হয়েছেন।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, ঢাকা সিটিতে ১টি, ঢাকা বিভাগ ৪টি (নারায়ণগঞ্জ ১, গাজীপুর সদর ২, কালিয়াকৈর ১), সিলেট বিভাগে ২ (দক্ষিণ সিলেট, চুনারুঘাট), চট্টগ্রাম বিভাগে ৪টি (রামু ১, ফেনী ১, সীতাকুণ্ড ১, চট্টগ্রাম সিটি ১) ময়মনসিংহ বিভাগে ৩টি (নান্দাইল ১, গফরগাঁও ১, শেরপুর ১) আগুনের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে ট্রেন ১টি (৪টি বগি), পিকআপ ২টি, ট্রাক ১টি, কাভার্ড ভ্যান ২টি, বৌদ্ধমন্দির ১টি, শিক্ষাপ্রতিষ্ঠান ৮টি পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩২টি ইউনিট ও ১৫১ জন জনবল কাজ করে।

blank

জ্যেষ্ঠ প্রতিবেদক

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *