২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পূর্ব-পশ্চিম সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই: হাছান মাহমুদ

পূর্ব-পশ্চিম সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই: হাছান মাহমুদ

বিদেশি কারও চাপ অনুভব করছেন না বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ বলেছেন, পূর্ব-পশ্চিম সবার সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। বিভিন্ন দেশের নানা ধরনের পরামর্শ থাকতেই পারে, তা আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হাছান মাহমুদ।

পূর্ব-পশ্চিমকে সঙ্গে নিয়েই আমরা চলতে চাই বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের রাষ্ট্রদূতরা মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারণ তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।

নির্বাচন নিয়ে কম বেশি সব দেশেরই কিছু প্রশ্ন থাকে, পরাজিত অনেক প্রার্থী নানা ধরনের বক্তব্য থাকে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ বন্ধু রাষ্ট্রগুলোর উদ্বেগ অবশ্যই গুরুত্ব দেয়। তবে আমরা নীতিতে অটল থাকবো ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’।

রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বলেন, ‘যুদ্ধ নয়, রোহিঙ্গা সংকট কূটনৈতিকভাবে সমাধানে আগ্রহী বাংলাদেশ।

blank

জ্যেষ্ঠ প্রতিবেদক

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *