২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভোরের আগুনে পুড়লো বনানী বস্তি

ভোরের আগুনে পুড়লো বনানী বস্তি

রাজধানীর বনানীর কে ব্লক বস্তিতে শনিবার ভোরে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় এক ঘণ্টার ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, বনানী কে ব্লকের ২২ নম্বর সড়কের বস্তিতে ভোর সাড়ে ৫টায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ৫টা ৪১ মিনিটে।

পরে পর্যায়ক্রমে বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার পর সাড়ে ৮টায় পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এর আগে বুধবার বিকেলে বনানী ও গুলশান লাগোয়া কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে। আয়তনের দিক থেকে ঢাকার সবচেয়ে বড় এই বস্তিতে সেদিন চলতি বছরের মধ্যে দ্বিতীয়বার আগুন লাগার ঘটনা ঘটে।

আর শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে উত্তরার এক রেস্টুরেন্টে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় সোয়া ৩ ঘণ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। সেদিনই রাত সাড়ে ৮টার দিকে বনশ্রীতে একটি আবাসিক ভবনে আগুন লাগার পর পৌনে এক ঘণ্টার চেষ্টায় তা নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

blank

নিজস্ব প্রতিবেদক

https://dakgharnews.com

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *